খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যান পরিষদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যান পরিষদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সনাতন সমাজ কল্যান পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির আয়োজনে ২৮ সেপ্টেম্বর শনিবার খাগড়াছড়ি জেলা শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় সনাতন সমাজ কল্যান পরিষদের সদর উপজেলা সভাপতি সুজিত দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ ইদ্রীস মিয়া, পৌর মেয়র মোঃ রফিকুল আলম, সনাতন সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক সজল বরন সেন, কাউন্সিলর পরিমল দেবনাথ প্রমুখ।

এর আগে উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ ইদ্রীস মিয়া।

চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগীতায় এদিন প্রায় সাড়ে ৩ শতাধিক রোগীকে চক্ষু সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।