নাইজেরিয়ার সেনাবাহিনীর ‘ভুলবশত’ হামলায় নিহত ১৬

নাইজেরিয়ার সেনাবাহিনীর ‘ভুলবশত’ হামলায় নিহত ১৬

নাইজেরিয়ার সেনাবাহিনীর ‘ভুলবশত’ হামলায় নিহত ১৬
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে ভুলবশত সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, অপরাধী দল ভেবে তাদের ওপর হামলা চালায় সেনাসদস্যরা। খবর বিবিসির।’

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতরা স্থানীয় নজরদারি দলের সদস্য এবং বেসামরিক নাগরিক। তারা মুক্তিপণের জন্য অপহরণকারী সশস্ত্র দলের সদস্যদের কাছ থেকে নিজেদের রক্ষা করতে সতর্ক ভূমিকা পালন করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুরমি এবং মারাদুন এলাকার জঙ্গি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাজ্যের গভর্নর দাউদা লাওয়াল সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


সেনাবাহিনী বিমান হামলার কথা স্বীকার করেছে। যা এই এলাকার গ্রামগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী দস্যুদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত বলে জানিয়েছে তারা।
 
এদিকে নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ) জানায়, তারা তদন্ত করে দেখছে হামলা নিহতরা নজরদারি দলের সদস্য কিনা।
 
একটি বার্তা সংস্থা স্থানীয় এক ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, ডাকাতদের তাড়া করে ভাগিয়ে দেয়ার পর বেসামরিক লোকেরা যখন তাদের গ্রামে ফিরছিল, তখন তাদের ওপর হামলাটি চালানো হয়।
 
স্থানীয় এক ব্যক্তি জানান, গ্রামবাসী ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে এবং গুরুতর আহত আরও বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে গেছে।

তবে অধিকার গোষ্ঠী (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া) ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। এছাড়া হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছেন। এ ঘটনায় অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।