রামগড়ে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলো বিজিবি

রামগড়ে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলো বিজিবি

রামগড়ে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অসহায় ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালী শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

রামগড়ে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলো বিজিবি

জানা যায়, ৪৩ বিজিবি অধিনস্ত লাচারীপাড়া বিওপির দায়িত্বপূর্ণ কলসীরমুখ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে ২০০টি শীতবস্ত্র বিতরণ করা হয় এদিন।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন উপস্থিত থেকে উপকারভোগী এসব শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

রামগড়ে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলো বিজিবি

এসময় তিনি বলেন, রামগড় বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক গরীব ও দুঃস্থ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

তীব্র শীতে বিজিবির পক্ষ হতে উষ্ণতার পরশ পেয়ে স্থানীয় গরীব ও অসহায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর লোকজন বিজিবির রামগড় ব্যাটালিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *