বন্যাদুর্গত ১৫টি অসহায় পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী দিল সেনাবাহিনী
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
বন্যাপরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর সদর উপজেলায় বন্যাদুর্গত ১৫টি অসহায় পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ দিয়েছে চাঁদপুর সেনা ক্যাম্প।
গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন।
এসময় তিনি বলেন, চাঁদপুর ও তার আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে জানমাল এবং বাড়িঘরের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। তাই বিগত বছরের আগষ্ট মাসের শেষ দিক থেকে চাঁদপুর সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে এসব বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।
একই সঙ্গে আগামীদিনেও এমন মানবিক কাজে সেনাবাহিনী অসহায় সাধারণ মানুষের পাশে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
