ডি আর কঙ্গোতে আরো ৪ শান্তিরক্ষী নিহত

নিউজ ডেস্ক
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডি আর কঙ্গো) এম২৩ বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে আরো চার দক্ষিণ আফ্রিকার সেনা নিহত হয়েছে। সর্বশেষ নিহত চার শন্তিরক্ষীই দক্ষিণ আফ্রিকান সেনা বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে, গোমায় গত সপ্তাহে শুরু হওয়া বিদ্রোহীদের আক্রমণে সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির আঞ্চলিক বাহিনী এবং কঙ্গোতে জাতিসংঘ মিশনের অন্তত ১৩ শান্তিরক্ষী নিহত হন। এরপর আরো ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
এতে করে দেশটিতে নিহত শান্তিরক্ষীদের সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।
জাতিসংঘ এবং দক্ষিণ আফ্রিকান মিশনের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার সেনারা কঙ্গোতে রয়েছে। প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার এম২৩ বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর গোমা বিমানবন্দরের দিকে মর্টার বোমা ছোঁড়ে, যার ফলে তিনজন দক্ষিণ আফ্রিকান জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এসএএনডিএফ)-এর সেনারা নিহত হয়েছে।
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে গোমা শহর ও বিমানবন্দর, সহিংসতা চরমে
গত তিন দিনে এম২৩ বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে আহত আরো একজন সেনা মারা গেছেও বলা জানানো হয়েছে।
এর আগে দেশটির সরকার জানিয়েছিল, নয়জন দক্ষিণ আফ্রিকান শান্তিরক্ষী নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার জানিয়েছে, এসএএনডিএফ জাতিসংঘ-নির্দেশিত কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মনুস্ক) এবং দক্ষিণ আফ্রিকান উন্নয়ন সম্প্রদায় (এসএডিসি) মিশনের অধীনে কঙ্গোতে তার শান্তিরক্ষী দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে শান্তিরক্ষীদের মধ্যে সর্বশেষ হতাহতের ঘটনার মধ্যেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত সোমবার রাতে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা পূর্বাঞ্চলীয় কঙ্গোতে চলমান সংঘাত এবং শান্তিরক্ষীদের মৃত্যু ও সংঘাতের বৃদ্ধি নিয়েও আলোচনা করেছেন।
রামাফোসার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই রাষ্ট্রপ্রধান জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রয়োজন এবং সংঘাতে জড়িত সব পক্ষের শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে একমত হয়েছেন।’
রুয়ান্ডা সীমান্তবর্তী গোমা শহর থেকে পাওয়া আগের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত ও আরও ৩৭৫ জন আহত হয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।