রাজবাড়ীতে সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আলতাফ গ্রেফতার

নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থি দলের অন্যতম সদস্য মোঃ আলতাফ শেখকে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলতাফ শেখকে তার নিজ বাড়ি থেকে একটি পাকিস্তানি তৈরি রিভলভার (৫ রাউন্ড গুলি), দুটি সুইচ নাইফ, একটি চাপাতি এবং একটি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসীর আতঙ্কের কারণ ছিল। তাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। রাজবাড়ী আর্মি ক্যাম্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।