ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল ও দেড়শো বুলেটসহ গ্রেফতার ১

ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল ও দেড়শো বুলেটসহ গ্রেফতার ১

ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল ও দেড়শো বুলেটসহ গ্রেফতার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল, ১৫০টি বুলেট ও পাঁচটি ম্যাগজিনসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছেন ভারতের কাস্টম কর্মকর্তারা।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি ভারতের মণিপুর থেকে ওই অস্ত্র নিয়ে বাংলাদেশে যাচ্ছিল।

ভারতের কাস্টমস বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার আগরতলা কাস্টমস বিভাগের কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে নজরদারিতে রাখে।

পরে বিএসএফ’র একটি চৌকি এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

ভারতের কাস্টমস বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র ও গুলি পাচারের চেষ্টা করছিল।

তার বিরুদ্ধে ১৯৬২ সালের কাস্টমস আইনের আওতায় মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

সূত্র: বিবিসি বাংলা।