রাঙামাটির বিলাইছড়িতে অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর হাঁস, শেড ও খাদ্য সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি সেনা জোন সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতায় এক অসহায় উপজাতি পরিবারকে স্বাবলম্বী করতে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রিফায়েত করিম চৌধুরী সেনা জোনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও ওষুধ সামগ্রী হস্তান্তর করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান।
এসময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রিফায়েত করিম চৌধুরী বলেন, ‘দূর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, তারা যেন স্বাবলম্বী হতে পারে এবং দারিদ্র্যের কষ্ট থেকে মুক্তি পায়। ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’
সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগী পরিবার। তারা বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। হাঁস পালনের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
সেনা কর্মকর্তারা জানিয়েছেন, উপজাতি সম্প্রদায়ের দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সেনাবাহিনী নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিবারকে এভাবে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।