কাপ্তাইয়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করল সেনাবাহিনী

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলা কাপ্তাইয়ে সেনাবাহিনীর কাপ্তাই জোন (অটল ছাপ্পান্ন) দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জোন সদরের নব নির্মিত এম আই রুমে স্থানীয় গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
মেডিক্যাল ক্যাম্পেইনে আগত সুবিধা বঞ্চিত পরিবারের মোট ৮৫ জন বাঙালি ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
দিনব্যাপী উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন কাপ্তাই জোনের মেডিক্যাল অফিসার।
এসময় কাপ্তাই জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও জোনের পক্ষ হতে স্থানীয় গরীব ও অসহায়দের চিকিৎসা সেবা প্রদান চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।