`সেনাবাহিনী পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে'

`সেনাবাহিনী পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে’

`সেনাবাহিনী পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে'
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে খাগড়াছড়ির দীঘিনালা বনবিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ জীবনসার মহাস্থবির ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপি অনুষ্ঠানের সমাপনী দিনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুদের সহায়তা চেয়ে বলেন, ‘পাহাড়ের বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ বসবাস। সবাই আমাদের ভাই। সবাই সম্প্রীতি চায়। বাংলাদেশ সেনাবাহিনীও পাহাড়ে সম্প্রীতি উন্নয়নে কাজ করছে।’

তিনি বলেন, সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন এ অঞ্চলের জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিন স্ব-পরিবারে উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার উপস্থিত বুদ্ধধর্মীয় গুরু, দায়ক-দায়িকা সহ উপস্থিত আগত অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করেন। অনুষ্ঠানে বুদ্ধপূজা, সীবলী পূজা, বুদ্ধমূর্তিদান, মহাসংঘদান, অষ্ট পরিষ্কার দান, পিণ্ডদানসহ নানা আয়োজন ছিল।

এসময় দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, বোয়ালাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির আহ্বায়ক চয়ন বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দীঘিনালা বনবিহারের আবাসিক ভিক্ষু প্রয়াত শ্রীমৎ জীবনসার মহাস্থবির ভান্তের শবদেহ ধর্মীয় মর্যাদায় মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। পরে আতশ বাজির মাধ্যমে শবদেহ দাহ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।