সাবেক সভাপতির মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি পিসিসিপির

সাবেক সভাপতির মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি পিসিসিপির

সাবেক সভাপতির মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি পিসিসিপির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি এবং জুলাই আন্দোলনে ঢাকার রাজপথের সৈনিক ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিবকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

সংগঠনটির বান্দরবান জেলা শাখার দপ্তর ও প্রচার সম্পাদক কর্তৃক গণমাধ্যমে প্রেরিত বিৃবতিতে এ প্রতিবাদ জানানো হয়।

সংগঠনটি জানায়, ‘ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় উগ্র সাম্প্রদায়িক সংগঠন ‘পাহাড়ী ছাত্র পরিষদ’ কর্তৃক মতিঝিল থানায় ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিবকে ৬নং আসামী করে অজ্ঞাত আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। উক্ত মিথ্যা মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ তাকে গ্রেপ্তার করে। আমরা তার গ্রেপ্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সাবেক সভাপতির মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি পিসিসিপির

পিসিসিপি জানায়, ‘ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব ছিলেন পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিবেদিত ‘পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’ এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি। বিগত জুলাই আন্দোলনের শুরু থেকে তিনি ঢাকার রাজপথে স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে সোচ্চার ভুমিকা রেখেছেন। আন্দোলন চলাকালীন রাজপথে রক্তাক্ত হয়েছেন। তাছাড়া পাহাড়ে বৈষম্য, শোষণ, নিপীড়ন ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি ছাত্রাবস্থা থেকেই অগ্রণী ভুমিকা পালন করে আসছেন। তিনি পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে পরিচিত এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি।’

সংগঠনটি আরো জানায়, ‘গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে এনসিটিবি ভবনের সামনে সংঘটিত ঘটনায় তার কোনো সংশ্লিষ্টা নেই রবং উদ্দেশ্যপ্রণোদিত এবং সাম্প্রদায়িক আক্রোশের বহিঃপ্রকাশ হিসেবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।