পানছড়িতে পূজামন্ডপ পরিদর্শনে এমপি বাসন্তি চাকমা আওয়ামীলীগ নেতৃবৃন্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়িতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্য বিভিন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম নারী আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। সোমবার (৭ অক্টোবর) পানছড়ি আদি ত্রিপুরা পাড়া কালি মন্দির, পানছড়ি বাজার দেবালয় মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, সতীশ চন্দ্র চাকমা, জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নিকি রোয়াজা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, পানছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কান্তি বৈদ্য সহ অন্যান্যরা।