রংপুরে ৩০০ জন চক্ষু রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

রংপুরে ৩০০ জন চক্ষু রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

রংপুরে ৩০০ জন চক্ষু রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গতকাল বৃহস্পতিবার রংপুর মহানগরীর শীতল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত দিনব্যাপী একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রংপুর এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগিতায় বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়।

রংপুর সিএমএইচ থেকে তিনজন এবং রংপুর মেডিকেল কলেজের দু’জনসহ মোট পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ নার্স, টেকনোলজিস্ট এবং সহকারীদের সহযোগিতায় রোগীদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে সকল চিকিৎসাসহ প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

এছাড়াও, বেশ কয়েকজন রোগী নির্বাচন করা হয় যাদেরকে খুব শিগগিরই রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে বিনামূল্যে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।