সাজেকে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য দয়াধন চাকমা, সদস্যা সুমিতা রানী চাকমা, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, কাঠ মালিক সমিতি সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।