লালমনিরহাট থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল করবে: বিমানবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, ‘আগামীতে লালমনিরহাট বিমানবন্দর থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল করবে।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) লালমনিরহাটের সদর উপজেলায় অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন। স্মরণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে আরও এগিয়ে যাবে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বিমানবাহিনীর সহায়তায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সফলভাবে তিনটি ড্রোন উৎক্ষেপণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিমানবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।