সেনাপ্রধান জাতির প্রত্যাশা অনুযায়ী বক্তব্য রেখেছেন: বিএনপি নেতা এ্যানি

নিউজ ডেস্ক
সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য ও নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “তিনি অত্যন্ত ভালো বলেছেন। জাতির প্রত্যাশা অনুযায়ী তিনি বক্তব্য দিয়েছেন, এবং আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যেভাবে সহযোগিতা করছি, তেমনই আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব। কারণ, তারা আমাদের আন্দোলনের ফসল।”
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের জন্য লড়াই ও সংগ্রাম করেছি। কারণ, বিগত নির্বাচন রাতের অন্ধকারে, একদলীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা বারবার বলেছিলেন, জনগণ তার ওপর আস্থা রাখুক। কিন্তু বাস্তবে গত ১৫ বছরে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “বর্তমানে দেশে স্থিতিশীলতা আনতে হলে, প্রথমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটবে না, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যাবে। তবে, যদি এমন নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে সহিংসতা ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটে, তাহলে আমাদের বুঝতে হবে কোন ধরনের নির্বাচন আমরা চাই।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মাঠের নেতা। বিগত দিনে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব আমরাই দিয়েছি। ফ্যাসিবাদের দুঃশাসন মোকাবিলায় আমাদের অনেক নেতা-কর্মী গুম, খুন, এবং কারাবন্দি হয়েছেন। ৫ আগস্টের পর থেকে আমরা সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছি, বিশেষ করে তৃণমূল পর্যায়ে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।