জুরাছড়িতে ছাত্রলীগের নব গঠিত কমিটির কর্মী সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

জুরাছড়িতে ছাত্রলীগের নব গঠিত কমিটির কর্মী সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের নব গঠিত উপজেলা কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তি যথাযথ বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল রাজনৈতিক দলের কর্মীদের সাথে সৌহাদ্য পূর্ন মনোভাব নিয়ে কাজ করতে হবে। টেন্ডারবাজি কিংবা দুর্নীতি গ্রস্থ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সুশৃংখল ভাবে ছাত্রলীগের কাউন্সিল সম্পাদন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের কাউন্সিল সম্পাদন করা হবে।

এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা (বাচ্চু) সঞ্চলনায় বক্তব্য রাখেন, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিতা চাকমা, দুনীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে, ছাত্রলীগের সহ-সভাপতি প্রিয়াস চাকমা প্রমূখ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, যুবলীগের সভাপতি সুমতি দেওয়ান, যুবলীগের সাধারন সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মহিলা আওয়ামীলীগের সভাপতি কল্পিতা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

You may have missed