৪ বছর পর পানছড়ি প্রেসক্লাবের নতুন নেতৃত্বে জয়নাথ-অলি - Southeast Asia Journal

৪ বছর পর পানছড়ি প্রেসক্লাবের নতুন নেতৃত্বে জয়নাথ-অলি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দীর্ঘ ৪ বছর পর খাগড়াছড়ির পানছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৮ সদস্যের নতুন কমিটিতে সভাপতি পদে জয়নাথ দেব (অরন্যবার্তা) ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রাশেদুজ্জামান অলি (ভোরের কাগজ) নির্বাচিত হন। বুধবার (৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের নতুন এই কমিটি গঠন করা হয়।

উপজেলার মায়াকাননে প্রেসক্লাবের সভাপতি নূতন ধন চাকমার সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক চিংমেপ্রু মার্মা, সাংবাদিক এস চাঙমা সত্যজিত, আমাদের সময ‘র জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সৈয়দ এম এ বাসার (মানব জমিন), শাহজাহান কবির সাজু (কালের কন্ঠ), মোফাজ্জল হোসেন ইলিয়াস (যায়যায়দিন) প্রমুখ।

জানা যায়, দীর্ঘ ৪ বছর ধরে পুর্বের কমিটির সভাপতি নূতন ধন চাকমা ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজুর নেতৃত্বে চলা সাংবাদিক সংগঠন পানছড়ি প্রেসক্লাবের এই কমিটিকে তাৎক্ষনিক শুভেচ্ছা জানিয়েছে উপজেলার সুশীল সমাজ। সেই সাথে সত্য ঘটনা তুলে ধরে উন্নয়নের অগ্রযাত্রায় পানছড়িকে এগিয়ে নিতে সকলের সহযোগীতাও কামনা করেছেন নব গঠিত কমিটির সদস্যরা।

You may have missed