জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন - Southeast Asia Journal

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি জেলার রপ্তানি বাণিজ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের পণ্যের মানোন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পারস্পারিক সু-সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মাসব্যাপী বাণিজ্য মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাঙামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে প্রতিষ্ঠানটির সভাপতি সভাপতি মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা জিমনেশিয়াম চত্বরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এসময় তিনি বলেন, রাঙামাটি জেলার শিল্প ও বাণিজ্য বিকাশের লক্ষ্যে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিসহ পণ্যের প্রচার ও প্রসারে বাণিজ্য মেলার গুরুত্ব অপরিসীম। এ মেলা আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা বিশেষ করে নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও মানোন্নয়নের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি, শিল্প ও বাণিজ্যে পিছিয়ে পড়া রাঙামাটির উদ্যোক্তাদেরকে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রাঙামাটিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ছুফি উল্লাহ, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি হাজী মুহাম্মদ শাহ আলম, চেম্বারের পরিচালক ও মেলা কমিটির আহ্বায়ক উসাই মং মারমা, নিজাম উদ্দীন ও মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা, এ মেলা আয়োজনের জন্য রাঙামাটি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি বাণিজ্য মেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।