পানছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়িতে জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব চন্দ্র চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, মুক্তিযোদ্ধা আলি আকবর, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
পরে নবাগত জেলা প্রশাসক ৩নং পানছড়ি সদর ইউপি পরিদর্শন করেন।
