রামগড়ে সাবেক কাউন্সিলরের বাগানে অগ্নিসংযোগ, ৪ হাজার গাছ পুড়ে ছারখার

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার তৈছালা পাড়ায় নিবাসী সাবেক কাউন্সিলর রেজাউল করিম ফোরকানের বাগানে বুধবার (৫ মার্চ) দুপুরে দুর্বৃত্ত কর্তৃক উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানোর ঘটনা ঘটে।
দুপুর আনুমানিক ১টায় দৃর্বৃত্তরা রেজাউল করিম ফোরকানের প্রায় ৩ একর জমির বাগানে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৪ হাজারের বেশি ওষুধী, বনজ ও ফলজ গাছ পুড়ে ছারখার হয়ে যায়। আগুনের উপস্থিতি টের পেয়ে বেলা ৩টার দিকে প্রতিবেশী এবং এলাকার সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে আগুন নিভাতে সহায়তা করেন। তবে, ততক্ষণে দীর্ঘদিনের পরিশ্রমে গড়া স্বপ্নের বাগানটি প্রায় সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। রেজাউল করিম ফোরকান জানিয়েছেন, তিনি এই অগ্নিসংযোগের ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ এবং এটি একটি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র বলে মনে করছেন।
স্থানীয় বাসিন্দারা এই নিন্দনীয় ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও হিংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার শান্তি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রসঙ্গত, এই বাগানটি দীর্ঘদিন ধরে রেজাউল করিম ফোরকান এবং তার পরিবারের সদস্যদের জন্য একটি বড় স্বপ্ন ছিল, যেখান থেকে তারা অর্থনৈতিক উন্নতি ও জীবিকার উৎস পাচ্ছিলেন। এখন, এই ঘটনায় তাঁর পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।