রাঙামাটির কাপ্তাইয়ে দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল এর নির্দেশনায় এলাকার দুস্থ, অসহায়দের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অধিনায়নের পক্ষে এদিন খাদ্যসামগ্রী বিতরণ করেন মেজর রিচার্ড মন্ডল।
ব্যাটালিয়নের পক্ষে হতে জানানো হয় ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এধরনের মানবিক সহায়তা চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।