মাটিরাঙ্গায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে জোন আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এসময় আগুনে পুড়ে যাওয়া একটি পরিবারের জন্য সম্প্রীতি ঘর নির্মাণ, কবুতরছড়া দারুল আকরাম নূরানী মাদ্রাসার জন্য ১টি ঘর নির্মাণ, সড়ক দূর্ঘটনায় আহত ১ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ১ জন পাহাড়ি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ১টি অস্বচ্ছল পরিবারকে সেলাই মেশিন, ২০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০টি পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।
একইদিন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ এন এম ইমতিয়াজ চৌধুরী ৫১৫ জন পাহাড়ি-বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কর্তৃক মো. শরিফ উদ্দিন, গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাটিরাঙ্গার জোন অধিনায়ক লেঃ কর্নেল কৌশিক জাহান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মনজিলা জুমা, জয়া ত্রিপুরা এ সময় উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক জানান, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবিক চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।