পঞ্চগড়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক, তীব্র প্রতিবাদ-ক্ষোভ জানাল বিজিবি

পঞ্চগড়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক, তীব্র প্রতিবাদ-ক্ষোভ জানাল বিজিবি

পঞ্চগড়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক, তীব্র প্রতিবাদ-ক্ষোভ জানাল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পঞ্চগড়ে সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো লাইনে এই বৈঠক শুরু হয়।

এতে বিজিবির পক্ষে ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী ও বিএসএফের পক্ষে ভারতের শিলিগুড়ির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, গত শনিবার ভিতরগড় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আল আমিন (৩৭) নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, সীমান্তে বিএসএফ মারণাস্ত্রের ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য সতর্ক থাকবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বিএসএফ। এ ছাড়া ভারতে আইনী প্রক্রিয়া শেষে দ্রুত আল আমিনের মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *