বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরীর দাফন সম্পন্ন - Southeast Asia Journal

বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরীর দাফন সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হাজারো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরীর দাফন শেষ হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বাদ আসর খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযা ও দাফন কার্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার, খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি, সামাজিকও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে জানাযা শেষে বিকেলেই খাগড়াছড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে একই দিন ভোর রাত সাড়ে ৩ টায় জেলা সদরের মধুপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এ বীর মুক্তিযোদ্ধা সহধর্মিণীসহ ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। তিনি তৎকালীন রামগড় সাব-ডিভিশন কমান্ডার ও মহকুমা প্রশাসকের বাংলোয় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক ছিলেন। এছাড়াও তিনি ১৯৭১ সালের ৭ ডিসেম্বর থেকে একাধারে মহকুমা ও জেলা আওয়ামীলীগের টানা ২২ বছর সাবেক সভাপতি এবং জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ছিলেন।