সেনাবাহিনীর অভিযানে রাজবাড়ীতে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল এলাকায় সেনাবাহিনীর বিশেষ টহল দল এক অভিযান পরিচালনা করে।
সোমবার ভোররাতে পরিচালিত এই অভিযানে সোহাগ হোসেন (শুকনাল)-এর বাড়ি থেকে একটি ওয়ান শুটার বন্দুক, দুটি ব্ল্যাংক অ্যামোনিশন, দুটি রামদা ও একটি ব্যাটন উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক সোহাগ হোসেন (শুকনাল)-কে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে মাদক আইনে পূর্বেও মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে স্থানীয়রা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।