ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিয়ে সিরাজগঞ্জে সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিয়ে সিরাজগঞ্জে সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিয়ে সিরাজগঞ্জে সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিয়ে সেনাবাহিনীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৩ মার্চ) সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠের অস্থায়ী আর্মি ক্যাম্পে এই ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম বলেন, জুলাই ২৪-এর আহতদের জন্য এই ইফতার তাদের বীরত্বের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট প্রয়াস।

ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকার প্রত্যয় বক্তব্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এই তরুণ যোদ্ধারাও দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির এবং অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন সেনাবাহিনী আয়োজিত ওই ইফতার ও দোয়া মাহফিলে জুলাই আন্দোলনে আহত ৪৭ জন অংশ নেন।

এসময় তাদের প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।