নাফ নদী থেকে ১১ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

নাফ নদী থেকে ১১ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

নাফ নদী থেকে ১১ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহন থেকে পাঁচ ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনের বিপরীত পাশে নাফ নদীর মোহনা থেকে পাঁচটি মাছ ধরার কাঠের ট্রলার ও ১১ জেলেকে আটক করে মিয়ানমার নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

এরমধ্যে দুটি ট্রলারের মালিক টেকনাফ উপজেলার মো. কালাম ও মো. শাওন। এই দুটি ট্রলারের একটিতে পাঁচজন ও আরেকটিতে ছয়জন রয়েছেন।

ট্রলার মালিক আবুল কালামের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে জানান ইউএনও শেখ এহসান উদ্দিন।

তিনি জানান, বাকি তিনটি ট্রলারের মালিক ও জনবলের তথ্য এখনো পাওয়া যায় নাই। এগুলোর তথ্য সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।