সিরাজগঞ্জে সাবেক এমপির মুক্তি নিয়ে তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনাবাহিনীর হস্তক্ষেপ

নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজকে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮ টা ১৫ মিনিটে কোনো পূর্ব ঘোষণা বা আগাম নোটিশ ছাড়াই কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার এই অঘোষিত মুক্তি নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে শহরে। মুক্তির পরপরই ছাত্ররা এবং ছাত্র আন্দোলনের সদস্যরা তাকে সিরাজগঞ্জ শহরতলীতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
জানা যায়, রাতে সিরাজগঞ্জ জেলার কারাগার থেকে এমপি আব্দুল আজিজকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তাৎক্ষণিকভাবে এলাকায় ব্যাপক হট্টগোল শুরু হয়। স্থানীয় ছাত্ররা এবং আন্দোলনকারীরা এমপির মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে এবং তাকে শহরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। সেনাবাহিনীর দলের দলের মেজর মারুফের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
মেজর মারুফ জানান, তারা দ্রুত সাবেক এমপি আব্দুল আজিজকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এদিকে, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, বিষয়টি আমরা পূর্ব থেকে জানতাম না। যদি আমরা আগে অবগত হতাম, তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না।
তিনি আরও জানান, সেনাবাহিনী এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে এবং ছাত্রদের সঙ্গে কথা তাদের শান্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখে।
এদিকে, সর্বশেষে সেনাবাহিনীর উপস্থিতিতে সিরাজগঞ্জ সদর পুলিশ কর্তৃক তার বিরুদ্ধে যথাযথ চার্জশিট গ্রহণ করার মাধ্যমে আগামীকাল পুনরায় কোর্টে চালান করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।