সিংড়ায় ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, সেনা অভিযানে অভিযুক্ত আটক

নিউজ ডেস্ক
নাটোরের সিংড়া উপজেলার হাটিয়ানদ ইউনিয়নে এক ইউপি সদস্যের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চাঁদা না দেয়ায় তারা ইউপি সদস্যের ব্যক্তিগত মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পর মোটরসাইকেলটি ফেরত পান ভুক্তভোগী।
পরবর্তীতে একটি সরকারি প্রকল্প বাস্তবায়নের সময় অভিযুক্তরা পুনরায় দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ না দেওয়ায় তারা ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের অফিসে ঢুকে মারধর করে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে সিংড়া আর্মি ক্যাম্প অভিযুক্তদের বাড়িতে অভিযান চালালেও তারা পলাতক ছিল।
গতকাল ১১ এপ্রিল তারিখে স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত মোঃ শরিফুলকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক করা হয়। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে আর্মি টহল দল এসে অভিযুক্তকে আটক করে সিংড়া থানায় হস্তান্তর করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।