সাংগ্রাই পোয়ে উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে আর্থিক অনুদান প্রদান করল বিজিবির বলিপাড়া জোন
![]()
নিউজ ডেস্ক
নতুন বছরের আগমন ও বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সাংগ্রাই পোয়ে উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর পক্ষ থেকে মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ এপ্রিল) সকালে বলিপাড়া জোন সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অনুদান হস্তান্তর করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
সভায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি, সাংগ্রাই পোয়ে অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ১২-১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য সাংগ্রাই পোয়ে উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

জোন অধিনায়ক সকলকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিয়ে বলেন,
“বিজিবি সব সময় জনগণের পাশে আছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের উৎসবে আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দেই। সাংগ্রাই পোয়ে উৎসব নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা থাকবে।”
মতবিনিময় শেষে মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের পক্ষ থেকে জোন অধিনায়ককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, এই ধরনের উদ্যোগ শুধু উৎসবকে প্রাণবন্ত করে তোলে না, বরং পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।