গুরুদাসপুরে অবৈধ হাট ইজারা: সেনাবাহিনীর হাতে আটক ৮
 
                 
নিউজ ডেস্ক
নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুরি বাজার এলাকায় সেনাবাহিনীর টহলকালে চাঁদাবাজির অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সরকারিভাবে অনুমোদনহীন একটি সবজি বাজার থেকে চাঁদা আদায় করে আসছিলেন। তারা নিজেরাই ভুয়া ইজারার রশিদ তৈরি করে গরিব ও মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করতেন। তাদের কাছ থেকে চাঁদার নগদ ১৬ হাজারে টাকা, একাধিক ভূয়া রশিদ এবং একটি রেজিস্ট্রার উদ্ধার করা হয়েছে।
রেজিস্ট্রারে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৯ মাসে এই চক্রটি প্রায় ৪০ লাখ টাকার মতো অবৈধভাবে আদায় করেছে। চাঁদা আদায়ের পেছনে তারা মসজিদ পরিচালনা ও উন্নয়নের কথা বলে ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করত।
খবর পেয়ে সেনাবাহিনী অভিযুক্তদের আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড দমনে প্রশাসনের আরও তৎপরতা কামনা করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
