সিন্দুকছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩০০ রোগী পেলেন চিকিৎসা ও ওষুধ

নিউজ ডেস্ক
সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অনুষ্ঠিত হলো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটির আয়োজন করে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীনস্ত সিন্দুকছড়ি জোন। মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির।
ক্যাম্পে মোট ৩০০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়, যার মধ্যে ২৫০ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি। রোগীদের মধ্যে নানা ধরনের স্বাস্থ্য সমস্যার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা গ্রহণকারীরা সেনাবাহিনীর এ উদ্যোগকে ‘ব্যতিক্রমী মানবিকতা’ বলে উল্লেখ করেন এবং জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম শুধু চিকিৎসাসেবা নয়, বরং পার্বত্য অঞ্চলে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও শান্তি বজায় রাখার পথেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।