সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা পেল অসহায় ও হতদরিদ্ররা

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা পেল অসহায় ও হতদরিদ্ররা

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা পেল অসহায় ও হতদরিদ্ররা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে।

সিন্দুকছড়ি জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে সেলাই মেশিন, গৃহ নির্মাণ বা মেরামতে ঢেউটিন, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, স্থানীয় ক্লাবগুলোর জন্য ক্রীড়া সামগ্রী এবং সাংগ্রাই উৎসব উপলক্ষে নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি।

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা পেল অসহায় ও হতদরিদ্ররা

তিনি সহায়তা সামগ্রী ও নগদ অর্থ অসহায় মানুষের হাতে তুলে দেন এবং বলেন, “শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী যেমন আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর, তেমনি মানবিক সহায়তার ক্ষেত্রেও সবসময় পাশে রয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক ইশতিয়াক তাসনিম, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাইয়েন কাদিরসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, তারা নিয়মিতভাবে এই ধরনের আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।