কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ ৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) ভোররাতে সেনাবাহিনীর নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার রেসকোর্স এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে সেনাবাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা শহরের কান্দিরপাড়, আদালতপাড়া ও তালপুকুরপাড় এলাকায় কুখ্যাত কিশোর গ্যাং সদস্যদের অস্ত্রসহ অবস্থান এবং শক্তি প্রদর্শনের খবরের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১টি ৯ মি.মি. পিস্তল, ১টি রিভলভার, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৮ রাউন্ড রিভলভার গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, ২ বোতল মদ, মোবাইলফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ কুমিল্লা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, সাধারণ জনগণের জানমাল রক্ষায় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।