পানছড়িতে বিজিবির শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পানছড়িতে বিজিবির শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পানছড়িতে বিজিবির শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবেই নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সম্প্রতি একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে। এই কর্মসূচির আওতায় পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

গত মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের হাতে গাইড বই, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন সেটসহ ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, বিজিবির এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক হবে এবং পাঠ্যবইয়ের প্রতি তাদের আগ্রহ ও সহ-পাঠ্য কার্যক্রমে অংশগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই তারা নিয়মিত শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই ধরনের কর্মসূচি কেবল শিক্ষা প্রসারে নয়, বরং যুব সমাজকে ক্রীড়ামুখী করে সমাজে অপরাধ প্রবণতা হ্রাসেও সহায়ক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠান শেষে লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইন্দ্র লাল চাকমার সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকেরাও বিজিবির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের পারস্পরিক আস্থা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজিবির এ ধরনের উদ্যোগ পার্বত্য এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুব সমাজকে গঠনমূলক কাজে যুক্ত রাখতে ভূমিকা রাখছে, যা একটি আলোকিত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশের পথে সহায়ক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।