নাটোরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে সেনাবাহিনীর অভিযান, আটক ৫

নাটোরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে সেনাবাহিনীর অভিযান, আটক ৫

নাটোরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে সেনাবাহিনীর অভিযান, আটক ৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে জব্দ করা হয়েছে একটি ড্রেজার মেশিন ও দুটি বালু ভর্তি ট্রলার।

শুক্রবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নসংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ছাড়াও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মা নদীর এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও চরের মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল একটি প্রভাবশালী চক্র। এতে নদীর পাড় ভেঙে বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য কৃষক ও স্থানীয় পরিবার।

তবে সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন চরাঞ্চলের সাধারণ মানুষ। তাদের মতে, এ ধরনের শক্ত অবস্থান ও তদারকির ফলে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় এক কৃষক বলেন, “এতোদিন আমরা কষ্টে ছিলাম। জমি হারিয়ে পরিবার নিয়ে অনিশ্চয়তায় ছিলাম। এখন অন্তত মনে হচ্ছে কেউ আমাদের কষ্ট দেখছে।”

অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।