অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো পিসিসিপি

অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো পিসিসিপি

অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো পিসিসিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান জেলার সুয়ালক ইউনিয়নের একটি দুর্গম পাড়ায় প্রাক-প্রাথমিক পর্যায়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান পার্বত্য জেলা শাখা।

সুয়ালক ইউনিয়ন পাড়া স্কুলে আয়োজিত এই কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়। একইসাথে বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণও হস্তান্তর করা হয়।

অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো পিসিসিপি

এসময় শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন এবং সুয়ালক ইউনিয়ন শাখার সভাপতি মো. সুমন।

নেতৃবৃন্দ বলেন, “পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের, সকল জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের শিশুদের পাশে থেকে আলোকবর্তিকার ভূমিকা পালন করে যাব ইনশা আল্লাহ।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।