বিলাইছড়িতে অসহায় রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

বিলাইছড়িতে অসহায় রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

বিলাইছড়িতে অসহায় রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার এক অসহায় রোগীর চিকিৎসা ব্যয়ে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৬ মে) বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে জোন সদর কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আদনান। তিনি বলেন, “পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে আমরা শুধু নিরাপত্তাই নিশ্চিত করছি না, বরং মানবিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় আমরা এ জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

জানা গেছে, সহায়তা পাওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে এক জটিল রোগে ভুগছিলেন এবং চিকিৎসার ব্যয়ভার বহনে একেবারেই অক্ষম ছিলেন। সেনাবাহিনীর এ সহায়তা তার চিকিৎসার জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলে তিনি জানান। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “এই সহযোগিতা না পেলে হয়তো চিকিৎসা আর সম্ভব হতো না। সেনাবাহিনী গরিব মানুষের পাশে দাঁড়ায়, এটা আমাদের জন্য বড় আশা।”

উল্লেখ্য, বিলাইছড়ি জোন অতীতেও শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও দুর্গম এলাকার অবকাঠামো উন্নয়নের মতো বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সকল উদ্যোগ পার্বত্য জনপদের জনগণের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।