খাগড়াছড়ি সরকারি কলেজে ‘ক্যাম্পেইন’: ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতার আহ্বান

খাগড়াছড়ি সরকারি কলেজে ‘ক্যাম্পেইন’: ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতার আহ্বান

খাগড়াছড়ি সরকারি কলেজে ‘ক্যাম্পেইন’: ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামকে ঘিরে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন ‘ক্যাম্পেইন ২৫’। আজ বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকাল ১১টায় এই সচেতনতামূলক কর্মসূচি শুরু হয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে।

আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী সমাজকে পার্বত্য অঞ্চলের জাতীয় নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরা।

খাগড়াছড়ি সরকারি কলেজে ‘ক্যাম্পেইন’: ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতার আহ্বান

‘ক্যাম্পেইন ২৫’-এর অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে লিফলেট বিতরণ করা হয়, যেখানে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক প্রেক্ষাপট ও জাতীয় স্বার্থে ছাত্রসমাজের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরা হয়।

ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা কেবল লিফলেট গ্রহণই করেনি, বরং এই প্রচারণার বার্তা নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে আন্তরিক আগ্রহও প্রকাশ করেছে।

আয়োজকরা জানান, “ছাত্র সমাজ যখন সচেতন থাকে, তখন জাতির ভবিষ্যৎ নিরাপদ থাকে। ক্যাম্পেইন ২৫-এর মাধ্যমে আমরা সে বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।”

খাগড়াছড়ি সরকারি কলেজে ‘ক্যাম্পেইন’: ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতার আহ্বান

দেশপ্রেম, ঐক্য এবং তথ্যভিত্তিক সচেতনতার এমন আয়োজন প্রমাণ করে, তরুণ প্রজন্ম জাতীয় স্বার্থ রক্ষায় সদা প্রস্তুত।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারলে শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, সমগ্র দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় তা বড় ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।