থানচিতে সেনাবাহিনীর সহায়তায় দুই বছর পর নিজ গ্রামে ফিরল এক বম পরিবার

থানচিতে সেনাবাহিনীর সহায়তায় দুই বছর পর নিজ গ্রামে ফিরল এক বম পরিবার

থানচিতে সেনাবাহিনীর সহায়তায় দুই বছর পর নিজ গ্রামে ফিরল এক বম পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার সীমান্তবর্তী প্রাতা পাড়া গ্রামে দুই বছর পর নিজ বাড়িতে ফিরেছে একটি বম পরিবার। সশস্ত্র সন্ত্রাসী দল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র তৎপরতার কারণে পালিয়ে যাওয়া ওই পরিবারটি বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় আজ বৃহস্পতিবার (৮ মে) নিজ পাড়ায় ফিরে আসে।

জানা গেছে, সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন অধীনস্থ ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকলাই সেনা সাব জোন ক্যাম্পের তত্ত্বাবধানে প্রাতা পাড়ায় পরিবারটির আগমন উপলক্ষে আয়োজন করা হয় অভ্যর্থনা ও ত্রাণ বিতরণ কার্যক্রমের। আগত পরিবারটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া পরিবারটির মাঝে চাল, ডাল, আটা, তেল, চিনি, চা, লবণ ও মসলা সহ শুকনো রসদ বিতরণ করা হয়। পাড়াবাসীকেও পরিবেশনা করা হয় খাবার।

স্থানীয়রা জানান, ২০২৩ সালের এপ্রিল মাসে কেএনএফ সদস্যরা দিনদুপুরে প্রাতা পাড়া ঘেরাও করে, এরপর সেনাবাহিনী সেখানে অভিযান শুরু করলে সশস্ত্রদের হামলা ও নির্যাতনের ভয়ে পাড়ার অন্তত ১৮টি পরিবার বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে যায়। পরে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর সেনা তত্ত্বাবধানে ১২টি পরিবার বাড়ি ফিরে আসে। এরই ধারাবাহিকতায় এবার আরেকটি পরিবার ফিরে এলো নিজ বসতভিটায়।

প্রাতা পাড়ার প্রবীণ বাসিন্দা পারক্যালিং বম (৬৮) বলেন, “কেএনএফ এর সংঘাতের কারণে আমরা প্রায় দুই বছর ধরে বনজঙ্গল আর আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে কাটিয়েছি। আজকে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরতে পেরে খুব ভালো লাগছে।”

নতুন ফিরে আসা সদস্য রোয়াল চম বম (৪৪) বলেন, “এতদিন জঙ্গলে কষ্ট করেছি, এখন মনে হচ্ছে আবার বেঁচে উঠেছি। এই দীর্ঘ সময় খুব কষ্টে অতিবাহিত হয়েছে। অবশেষে সেনাবাহিনীর সহায়তায় নিজ বসতভিটায় ফিরে আসতে পেরে আমাদের আনন্দের সীমা নেই।”

আরেকজন সদস্য রুই শিং বম (৪০) বলেন, “নিজ বাড়িতে ফেরার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না।”

বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ জুবায়ের জানান, কেএনএফ-এর তাণ্ডব থেকে পালিয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তাদের কর্মসংস্থান, খাদ্য সহায়তা ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।