‎সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ সেনাপ্রধানের

‎সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ সেনাপ্রধানের

‎সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ সেনাপ্রধানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেছেন, ক্যাপস্টোন ফেলোরা সম্ভাবনাময় নেতৃত্বদানের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পারিক সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করবেন।

সম্প্রতি মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সনদ বিতরণের মাধ্যমে শেষ হলো তিন সপ্তাহব্যাপী চলা স্ট্রাটেজিক লিডারশীপ প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স ২০২৫/১’।

প্রশিক্ষণ শেষ করা ফেলোরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই কোর্স কাজে লাগবে।

অনুষ্ঠানে এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন, এই কোর্স বাংলাদেশের কৌশলগত নেতৃত্বকে শক্তিশালী করেছে।

এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধিসহ সর্বমোট ৩২ জন ফেলো অংশগ্রহণ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *