সেনাবাহিনী প্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল বদর ওবায়েদ আলওসাইমি।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সেনাপ্রধান সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে প্রথম যৌথ কমিটির সভা আয়োজনের জন্য সৌদি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
পাশাপাশি, ভবিষ্যতে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উভয়পক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।