কুমিল্লায় সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

নিউজ ডেস্ক
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর যৌথ টহল দলের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা সদর সেনা ক্যাম্প কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- রংপুরের কাউনিয়ার আল আমিন (২০), চৌদ্দগ্রামের আব্দুর রহিম (১৪), রাজীব (৩০) ও মোহাম্মদ ইউসুফ (২৭)।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা চৌদ্দগ্রামের লালারপুল এলাকার জনাকী হোটেলের পেছনে অভিযান চালায়।
অভিযানে ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল ফেনসিডিল, সাত লিটার চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল, বিয়ার, বিদেশি মদ, ইয়াবা ও নগদ ১৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানকালে আরও একজন পালিয়ে যায়।
সেনাবাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।