বাংলাদেশ সীমান্তে সতর্কতামূলক নির্দেশনা জারি বিজিবির
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের চলাচলের ওপর সময়সীমা আরোপসহ নানা সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (৮ মে) সীমান্তবর্তী রাজশাহী, সাতক্ষীরা, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় এ টহল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহসহ সীমান্ত এলাকার সব মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী, ভারত ঘেঁষা সীমান্ত এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে কৃষিকাজ ও অন্যান্য কার্যক্রম শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। বিকেলের পর পদ্মা নদীতে নামা, মাছ ধরা ও যাত্রী পারাপার নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সীমান্তে এমন সতর্কতা ও নজরদারি তাদের মনে নিরাপত্তা সৃষ্টি করেছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমাদের আগেই বলে দিয়েছে—বিকেলের পর কেউ বাইরে যাবেন না। এতে আমাদেরই ভালো হচ্ছে। সবার নিরাপত্তার কথা ভেবে যে পদক্ষেপ নেয়া হচ্ছে, আমরা খুশি।’
রাজশাহীর সঙ্গে ভারতের সীমান্ত ৭৬ কিলোমিটার হলেও এর মধ্যে কাঁটাতারের বেড়া রয়েছে মাত্র ১১ কিলোমিটার এলাকায়। ফলে অবৈধভাবে অনুপ্রবেশের ঝুঁকি সবসময়ই থাকে। বুধবার বিজিবির অভিযানে গোদাগাড়ী ও চারঘাট সীমান্ত এলাকা থেকে ৪ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরাতেও বাড়ানো হয়েছে বিজিবির টহল। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানিয়েছেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।’
এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ভারত-পাকিস্তান সংঘাত চললেও বাংলাদেশের সীমান্তে কোনো অস্থিরতা নেই। বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’
এর আগে, বুধবার সন্ধ্যায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দেশের সব সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সরকার মনে করছে, সীমান্তের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও যেকোনো সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
