অনুমোদনহীনভাবে সরকারি রাস্তার পাশের গাছ কাটায় সেনা অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
![]()
নিউজ ডেস্ক
নাটোরের সিংড়া উপজেলায় সরকারি রাস্তার পাশ থেকে অনুমোদন ছাড়া গাছ কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল (১১ মে) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা যায়, সিংড়া থানার রাতাল বাজার থেকে বামিহাল বাজার পর্যন্ত সরকারি পাকা রাস্তার ধারে অনুমোদন ছাড়াই গাছ কেটে বিক্রির চেষ্টা চলছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও সিংড়া উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানে সুকাশ ইউনিয়নের মৌগ্রাম গ্রামের মো. জামাল উদ্দিন (৩২), পিতা কাজিম উদ্দিন ফকিরকে গাছ কাটার ঘটনায় জড়িত থাকায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত জামাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।