যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দলের সেনা সদর পরিদর্শন

যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দলের সেনা সদর পরিদর্শন

যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দলের সেনা সদর পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ (আরসিডিএস) প্রতিনিধি দল আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতার সুযোগগুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সামরিক শিক্ষা, প্রশিক্ষণ ও কৌশলগত আদান-প্রদানের সম্ভাবনাগুলো নিয়েও উভয়পক্ষ মতবিনিময় করে।

যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দলের সেনা সদর পরিদর্শন

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর মধ্যকার সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed