কাপ্তাইয়ে সেনাবাহিনীর খাদ্য সহায়তা: অসহায় পরিবারের পাশে ১০ আর ই ব্যাটালিয়ন

কাপ্তাইয়ে সেনাবাহিনীর খাদ্য সহায়তা: অসহায় পরিবারের পাশে ১০ আর ই ব্যাটালিয়ন

কাপ্তাইয়ে সেনাবাহিনীর খাদ্য সহায়তা: অসহায় পরিবারের পাশে ১০ আর ই ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় এবং ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম সাদিক শাহরিয়ারের তত্ত্বাবধানে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন মেজর নোমান আল হাফিজ।

এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী সদা প্রস্তুত।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ও উন্নয়নের পাশাপাশি মানবিক সহায়তার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।