বাঘাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টায় বাঘাইহাট জোনের আওতাধীন বাঘাইহাট মাঠে আয়োজিত এই জমকালো খেলায় মুখোমুখি হয় বাঘাইছড়ি উপজেলা একাদশ এবং বাঘাইহাট সেনাবাহিনী একাদশ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয় এবং উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন মোহাম্মদ তারেক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, “উভয় দলই দারুণ খেলা উপহার দিয়েছে। খেলোয়াড়দের আন্তরিকতা ও পারফরম্যান্স প্রশংসনীয়। ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যাহত থাকবে।”
সেনাবাহিনীর এই ধরনের ক্রীড়া উদ্যোগ পার্বত্য এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।