পাহাড়ের মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও এখনো চলছে: ঊষাতন তালুকদার

পাহাড়ের মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও এখনো চলছে: ঊষাতন তালুকদার

পাহাড়ের মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও এখনো চলছে: ঊষাতন তালুকদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়ের মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও এখনো চলছে। পাহাড়ি জনগোষ্ঠীকে সন্দেহ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করা যাবে না। নানান সমস্যার পাশাপাশি এখন মহান মুক্তিযুদ্ধ নিয়ে নাড়াচাড়া দিচ্ছে বিরোধীরা। তাই বিভ্রান্তি নয়, অপপ্রচার নয়, পার্বত্য চট্টগ্রামকে গভীরতর দৃষ্টিকোণ থেকে দেখে ও সমস্যা সমাধানে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ঊষাতন তালুকদার বলেন, বাংলাদেশে যে সরকার-ই আসুক না কেন, তারা এই পার্বত্য চট্টগ্রাম বা সমতলের পাহাড়িদের মনে প্রাণে গ্রহণ করতে পারে না। এই মনে প্রাণে গ্রহণ করতে না পারা থেকে আজকে পাহাড়িদের ওপর বৈষম্য করা হচ্ছে। আমাদের ওপর ঔপনিবেশিক আচরণ করা হয়।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে পার্বত্য চুক্তি সাক্ষরিত হয়েছিল। সেই আশায় আমরা এখনো চেয়ে আছি। কাজেই বিভ্রান্তি নয়, অপপ্রচার নয়, পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে গভীরতর দৃষ্টিকোণ থেকে দেখে ও পার্বত্য সমস্যা সমাধানে সরকারকে এগ্রিয়ে আসতে হবে।

আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য সৈশানু মারমা।

এর আগে, সকালে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়। আগামীকাল বুধবার কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed